
জৈন্তাপুরে প্রতিপক্ষ কিছু যুবকের অতর্কিত হামলায় পারভেজ আহমেদ (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত যুবক উপজেলার কেন্দ্রী গ্রামের মনাই মিয়ার পুত্র।
এ ঘটনার পর আহতের পিতা মনাই মিয়া বাদী হয়ে তিনজনকে আসামী করে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ বিবাদী হিসেবে যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, একই গ্রামের বাদশা মিয়ার ছেলে হারুণ মিয়া, ইউনুছ মিয়ার ছেলে ফারুখ মিয়া ও সুরুজ মিয়ার ছেলে ইকবাল হোসেন।
অভিযোগে বলা হয়, বিবাদী তিনজন খুবই খারাপ প্রকৃতির মানুষ ও চোরাকারবারের সাথে জড়ীত। গত সোমবার (১৭ই ফেব্রুয়ারী) রাতে বিবাদীদের চোরাইমাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করলে তারা এই ঘটনার জন্য পারভেজকে দোষারোপ করে। ওইদিন রাতে পারভেজ স্হানীয় ইদ্রিস মিয়ার দোকানে ব্যবসার টাকার জন্য গেলে পথিমধ্যে বিবাদী তিন জন তার উপর উপর্যুপরী হামলা করে গুরুতর আহত করে।
পরে রাত ৪:০০ ঘটিকার সময় তাকে জৈন্তাপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে কেন্দ্রী গ্রামের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার সহ বিচার দাবী করেছেন। এদিকে হামলাকারীদের সাথে যোগাযোগ করে কোন বক্তব্য নেয়া সম্ভব হয় নি।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানা পুলিশ। পুলিশ থেকে জানানো হয় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।