
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের পর কারানির্যাতিত হিসেবে যার নাম আসে সে হলেন হাটহাজারী থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত ওয়াহিদুল আলমের কন্যা ব্যারিস্টার সাকিলা ফারজানা।
২৪ মার্চ ২০২৫ সোমবার চট্টগ্রাম হাটহাজারী ফাতেয়াবাদ সিটি কর্পোরেশন ১নং দক্ষিণ পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, ব্যারিস্টার সাকিলা ফারজানার সৌজন্যে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) সংসদীয় আসনে দলীয় নেতাকর্মী, সাংবাদিক, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত নিহতদের পরিবারের সদস্য, কোরআনে হাফেজদের সংবর্ধনা এবং সর্বসাধারণের সম্মানার্থে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কারানির্যাতিত নেত্রী ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেছেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারীর অত্যাচারে অতিষ্ট হয়ে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এ রাষ্ট্রে আবার গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এ গণতন্ত্রের স্বাধীনতার অপব্যবহার কোনভাবেই বরদাস্ত করা হবে না। বর্তমানে রাষ্ট্র ও বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ৩১’দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম-৫ সংসদীয় আসন হাটহাজারী ও বায়েজিদ আংশিকের প্রতিটি এলাকায় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করে যাচ্ছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ১৭ বছর দলের নেতাকর্মীদের পাশে থেকেছি। মিথ্যা মামলায় দলের নেতাকর্মীদের আইনি সহযোগিতা দিয়ে গেছি। সাধারণ জনগন এবং নেতাকর্মীদের পাশে আমি সর্বোচ্চ ছিলাম আছি এবং থাকবো।