০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে বিএনপির তিন সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

জাহাঙ্গীর আলম  –

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটিগুলো বিলুপ্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও একই উপজেলার মধ্যে বারইহারহাট পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়েছে। তিনটিতেই আহ্বায়ক কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম চলছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় পুনর্গঠন কমিটির সিদ্ধান্ত মোতাবেক কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ১২ মার্চ চট্টগ্রাম নগরে বিভাগের দায়িত্বপ্রাপ্ত দলনেতা ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের উপস্থিতিতে বিভাগীয় পুনর্গঠন কমিটির সভা হয়েছিল।

কমিটি বিলুপ্তি বিষয়ে গোলাম আকবর খোন্দকার বলেন, ‘সেখানে সাংগঠনিক কিছু সংকট আছে। আবার বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, তাতেও কিছু সমস্যা তৈরি হয়েছে। এসব বিষয় পুনর্গঠন কমিটির সভায় আলোচিত হয়েছিল। সভার সিদ্ধান্ত মোতাবেক কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।’

জানা গেছে, দুই বছর আগে আহ্বায়ক কমিটিগুলো গঠন করা হলেও অভ্যন্তরীণ কোন্দলের কারণে সেখানে পূর্নাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়নি। এছাড়া গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সেখানে নেতাকর্মীদের মাধ্যমে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের একাধিক অভিযোগ ওঠে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

শহিদ মিনার এলাকায় সিএমপি ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

আওয়ামী লীগ সন্ত্রাস চাঁদাবাজি নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে বিএনপির তিন সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

আপডেট সময়: ০৬:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

জাহাঙ্গীর আলম  –

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটিগুলো বিলুপ্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও একই উপজেলার মধ্যে বারইহারহাট পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়েছে। তিনটিতেই আহ্বায়ক কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম চলছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় পুনর্গঠন কমিটির সিদ্ধান্ত মোতাবেক কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ১২ মার্চ চট্টগ্রাম নগরে বিভাগের দায়িত্বপ্রাপ্ত দলনেতা ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের উপস্থিতিতে বিভাগীয় পুনর্গঠন কমিটির সভা হয়েছিল।

কমিটি বিলুপ্তি বিষয়ে গোলাম আকবর খোন্দকার বলেন, ‘সেখানে সাংগঠনিক কিছু সংকট আছে। আবার বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, তাতেও কিছু সমস্যা তৈরি হয়েছে। এসব বিষয় পুনর্গঠন কমিটির সভায় আলোচিত হয়েছিল। সভার সিদ্ধান্ত মোতাবেক কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।’

জানা গেছে, দুই বছর আগে আহ্বায়ক কমিটিগুলো গঠন করা হলেও অভ্যন্তরীণ কোন্দলের কারণে সেখানে পূর্নাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়নি। এছাড়া গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সেখানে নেতাকর্মীদের মাধ্যমে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের একাধিক অভিযোগ ওঠে।