এমন একটা ফুড কার্ট থেকে মাসে, ৫০ থেকে ৬০ হাজার টাকা প্রফিট করা সম্ভব,
একজন কারিগর ২০ হাজার,
একজন এসিস্ট্যান্ট ১০ হাজার,
দোকান ভাড়া ১০ হাজার,
একটা কিচেন রুম ৫ হাজার,
দুজনের খাবার ৫ হাজার,
কাচা বাজার ৬০ হাজার,
কমপ্লিট খরচ ৫০ হাজার,
৪ বোতল গ্যাস ৬ হাজার,
মোট খরচ, ১লাখ ১৬ হাজার,
এই খরচে সেইল আসবে ১৮০ হাজার,
এমন অনেক স্ট্রিট ফুড আছে যারা গড়ে ৬ থেকে ৭ হাজার টাকা সেইল করে,
এটা একটা বেসিক হিসাব খরচ একটু কমবেশি হতে পারে, প্রফিট ও জায়গা ভেদে বাড়তে পারে ভালো সেইল হলে প্রফিট লক্ষ টাকা হতে পারে,
এরকম অনেকেই এরকম ২ টা ৩ টা করে দোকান চালাচ্ছেন,
তবে খাবার গুলো যদি নিজে বানাতে পারেন কারিগর কে সেলারী দিতে নাহয় তাহলে আপনার ইনকাম হবে লক্ষ টাকা,